স্টাফ রিপোর্টার
পরিপরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের নিয়ে গর্ভনিরোধক ইনজেকশন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচীর উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ নূর হোসেন তালুকদার। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রণেব কুমার নিয়োগী, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ শামসুল করিম, ডাঃ শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এ কে এম সেলিম ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূর হোসেন তালুকদার বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। এটি আপনাদের ইমানী দায়িত্ব। দেশের মানুষজনকে কমিউনিটি ক্লিনিকের উপর আগ্রহী করে তুলতে হবে। আপনাদের দ্বারা যেন কোন গরীব রোগী ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের মানুষের জন্য কাজ করতে হবে।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor