নাসিরনগর প্রতিনিধি
নাসিরনগর উপজেলা সদর ও চাপরতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় স্থানীয় সরকার সরকার বিভাগের আওতাধীন “ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক” কর্মশালা গতকাল সোমবার নাসিরনগর সদর ও চাপরতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সহকারী কমিশনার ভুমি আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম, সাংবাদিক সুজিত চক্রবর্তী, ব্র্যাকের (স্বাস্থ্য) উপজেলা ম্যানেজার আশরাফ হোসেন, বন্ধন ম্যানেজার নুরে আলম নাছিম, ইউপি সচিব আলমগীর হোসেন প্রমূখ। অন্যদিকে চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মুকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হাসান ভুইয়া, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ। উভয় অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ডাক্তার, ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।