স্টাফ রিপোর্টার
বিজয়নগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফজলুর রহমানের অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা স্মৃতির জানালায়-৩২ আয়োজন করেছে বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. মোঃ তানবীর ভূঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার। ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার আব্দুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ শামীউল হক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও বিদায়ী কর্মকর্তার সহকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) মোঃ মুক্তার হোসেন। সভায় প্রধান অতিথি এড. তানবীর ভূঞা বিদায়ী কর্মকর্তা ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। পরে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিদায়ী অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor