ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন শুধু মাত্র জনমানুষের সচেতনতাই পারে আমাদের এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে। তাই পৌর সম্পদ রক্ষণা বেক্ষণ ও শহর পরিচ্ছন্নতা রক্ষায় সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মেয়র গতকাল মঙ্গলবার সকালে হালদারপাড়ায় নিশাত মেডিকেল সেন্টারের পাশের রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আরো বলেন কিছু মানুষের অসচেতনতার কারনে শহর অপরিচ্ছন্ন থাকে। দয়া করে ময়লা আর্বজনা ড্রেনে বা যেখানে সেখানে ফেলবেন না। তিনি শহর পরিচ্ছন্নতায় নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন হওয়ার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলী আহসান কাউছার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এড. মোমেনুল ইসলাম ভুইয়া, ডা.এমএ. হানিফ, মোঃ মোজাম্মেল হক মাস্টার, মোঃ ফারুক আহমেদ, মোঃ ইসমাইল মিয়া, মোঃ কবির হোসেন মোঃ দারু মিয়া, আব্দুল জলিল, কমরেড, পারভেজ, সাদেকুর রহমান, মোঃ আজিজুল হক, জান্নাতুল মাওয়া, সোহেল আহমেদ, মোঃ বাবুল মিয়া প্রমুখ।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor