স্টাফ রিপোর্টার
বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সিলেট-মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় দীর্ঘ মানবন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত অটোরিকশা-অটোটেম্পু মালিক ও চালকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় রেলগেইট এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন, উপজেলা সিএনজি মালিক সমিতির সদস্য আলমগীর হোসেন, শ্রমিক নেতা নুরুল্লা সরকার, রাজিব পারভেজ, মাহবুব মিয়া প্রমুখ। বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করার হুমকি দেন।