অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লিন ম্যাক্সওয়েল তার ঝড়ো ব্যাটিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। কখনও বিশাল ছক্কা। কখনও আবার রিভার সুইপ। তার ব্যাটিং-তা-বে দিশেহারা হয়ে পড়েন প্রতিপক্ষ বোলাররা। এবার ম্যাক্সওয়েল দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে দর্শকদের বাহবা পেয়েছেন।
শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের চতুর্থ ওয়ানডে ম্যাচে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচে তোলপাড় গোটা ক্রিকেট দুনিয়া। ঝড় উঠেছে ওয়েব দুনিয়াতেও। দৌড়ে এসে শূন্যে লাফিয়ে ক্যাচ ধরার চেষ্টা। যখন বুঝলেন শরীরে ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনে ঢুকে যাবেন, আকাশে ছুড়ে দিলেন বল। তারপর বাউন্ডারি লাইনের ভিতরে শূন্যে ভাসমান অবস্থায় বাহাতে ক্যাচ। তারপর পা রাখলেন মাঠের ভেতরে।
ক্যাচটি নিয়ে বিতর্কও তৈরি হয়। ম্যাক্স যখন দ্বিতীয়বার ক্যাচটি ধরেন, বাউন্ডারি লাইনের ভিতরেই ছিল তার শরীর, কিন্তু ম্যাক্সের পা মাটিতে ছিল না। হাওয়ায় ভেসেই ক্যাচটি নেন। তারপর মাঠের ভেতর তিনি পা রাখেন।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor