আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে বিদুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালক ও যাত্রীর মৃত্যু

সারাদেশ 14 September 2015 ৬৫১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশার উপর পড়ে বিদুৎস্পৃষ্ট হয়ে চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আউলিয়া বাজার- পাহাড়পুর সড়কের অলিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রিকশার যাত্রী মোকতারা বেগম (৪০) ও চালক ফারুক মিয়া (৪৫)। আহত সৈয়দ আলীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত দু’জনের বাড়ি কামালপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিকশায় করে মোকতারা বেগম ও তার স্বামী সৈয়দ আলী অলিপুর থেকে নিজ বাড়ি কামালপুর যাচ্ছিলেন। পথে তারা আউলিয়া বাজার-পাহাড়পুর সড়কের অলিপুর মোড়ে পৌঁছালে হঠাৎ বৈদ্যুতিক তার রিকশার উপর ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোকতারা ও রিকশাচালক ফারুকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন সৈয়দ আলী। ওই এলাকায় নত‍ুন বিদ্যুতায়ন হয়ে বলে জানায় স্থানীয়রা।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।