মানববন্ধনে শত শত নারী-পুরুষ বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় শহরের প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহনকারীরা বিক্ষোভ করে। মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহসভাপতি নাছিমা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী ও মরফত আলী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
"/>ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলোচিত আকলিমা বেগম হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত প্রদান ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শত শত নারী-পুরুষ বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় শহরের প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহনকারীরা বিক্ষোভ করে।
মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহসভাপতি নাছিমা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী ও মরফত আলী প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor