আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

গ্রিসে নৌকা ডুবিতে ৩৪ অভিবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়া 15 September 2015 ২৩১

আন্তর্জাতিক ড্স্কে: ভূমধ্যসাগরে সর্বশেষ অভিবাসী ট্রাজেডিতে প্রাণ গেল আরো ৩৪ জনের। রোববার গ্রিসের একটি দ্বীপের কাছে নৌকা ডুবিতে ১৫ শিশুসহ অন্তত ৩৪ জন মারা গেছেন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন আর প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে যায় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ।
৩৪ মৃতদেহের পাশাপাশি ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রীসের উপকূলরক্ষী বাহিনী। ওই ঘটনায় ২৯ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও আটজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে গ্রীস কর্তৃপক্ষ তাদের সিরিয় বলেই ধারণা করছে। বিশ্বজুড়ে শরণার্থী সংকট মোকাবেলার আহবান জানানোর পরই সর্বশেষ এই মৃত্যুর ঘটনা ঘটলো।
এথেন্স সংবাদ সংস্থা জানায়, ফারমাগোনিসি দ্বীপে কাঠের একটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইএমও) জানায়, চলতি বছরের এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ২ হাজার ৭শ ৪৮ জন মারা যান।