আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

টাইগারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

খেলা-ধুলা 15 September 2015 ৩০

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভেন স্মিথ। আর ডেভিড ওয়ার্নার ইনজুরিতে থাকায় সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাডাম ভগসকে।
ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হারের পর দল থেকে একইসঙ্গে মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, ব্রাড হাডিন, শেন ওয়াটসন ও রাইয়ান হ্যারিসের অবসরের কারণে বেশ পরিবর্তন এসেছে স্কোয়াডে।
বাংলাদেশ সফরের জন্য নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে জায়গা পেয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট, স্টিভেন ও’কিফে, পিটার সিডল, উসমান খাজাসহ আরও কয়েকজন।
আগামী ২৮শে সেপ্টেম্বর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ১৮ই অক্টোবর দ্বিতীয় টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।