আমাদের কথা ডেস্ক :
ফেসবুকে সহজেই লাইক দেয়া যায় কিন্তু অপছন্দ হলে ডিসলাইক দেয়ার অপশন ছিলো না এতোদিন। দীর্ঘদিন ধরেই ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘ডিজলাইক’ বাটনেরও দাবি ছিল ফেসবুকপ্রেমীদের। অবশেষে ডিজলাইক দেয়ার অপশনও আসতে যাচ্ছে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা দিয়েছেন, শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে চলেছে ফেসবুকে। মঙ্গলবার ফেসবুক সদর দফতরে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন। জুকারবার্গ বলেন, আমার মনে হয়, দীর্ঘদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিজলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছেন। আজ এই বিশেষ দিনে তাদের বলতে চাই, আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। এর মাধ্যমে পছন্দের পাশাপাশি কারও অপছন্দের বিষয়টিও জানানোর সুযোগ থাকছে।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor