আমাদের কথা ডেস্ক :
মীরের বাজার এলাকায় ব্যবসায়ীকে আটকে রেখে গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, কুরবানির উপলক্ষে আনা ঐ ট্রাকে ১৯ টি গরু ছিল। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটলে গরু ব্যবসায়ীরা জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার শিকার ঐ ব্যবসায়ীরা জানায়, বুধবার রাত ৮টার দিকে রাজশাহী থেকে ১৯টি গরু কিনে ট্রাকযোগে বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয় তারা। ট্রাকটি ভোরে মীরের বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ট্রাকেরচালক, হেলপারসহ তিন ব্যবসায়ীকে হাত পা বেঁধে ওই পিকআপে ওঠায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ১৯টি গরুসহ ট্রাকটি ছিনতাই করে। পরে ব্যবসায়ীদের হাত পা বাঁধা অবস্থায় স্থানীয় রাজেন্দ্রপুর জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ঘটনা ইতিমধ্যে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। জড়িতদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor