সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্য নিহত, দগ্ধ ৯

১৭ সেপ্টেম্বর, ২০১৫ : ৬:২৩ পূর্বাহ্ণ ২১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে মারা যায় পুলিশের ১ সদস্য। আগুনে দগ্ধ হয় আরো ৯ জন। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে আসামী ধরে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক গোয়েন্দা পুলিশের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসটিতে আগুণ ধরে যায়।
এ সময় ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় পুলিশের কনস্টেবল আব্দুল আজিজ।  পরে স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুলিশ এবং আসামীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে ৫ জন পুলিশ ও ৪ জন আসামী রয়েছে। আহত পুলিশের এস আই মালেকের ৫০ ভাগ ও আসামী শওকতের ৯০ ভাগ শরীর আগুনে পুড়ে যায়। পরে দগ্ধ ৯ জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com