বিনোদন ডেস্ক :
টুইটারে সবসময় নিজের ভালো লাগা মন্দ লাগা সবকিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ বচ্চন। এবার টুইটারে তিনি জানিয়েছেন, তার পছন্দের নায়িকার কথা। তার পছন্দের নায়িকা হলো ওয়াহিদা রহমান। সম্প্রতি একটি বই উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন অমিতাভ। সেখানেই তার সঙ্গে দেখা হয় ওয়াহিদা রহমানের। তারপর পুরনো দিনের নানা কথা ফিরে এলো বিগ বি-র মনে। এ বিষয়ে টুইটারে ৭২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘যখন থেকে ছবি দেখা শুরু করি, তখন থেকেই ওয়াহিদা রহমান আমার প্রিয় নায়িকা। ৪৫ বছর আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। তারপর ‘কাভি কাভি’, ‘আদালত’, ‘ত্রিশুল’ ছাড়াও অনেক ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি।’ অমিতাভ বচ্চন এখন ব্যস্ত বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘ওয়াজির’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী ফারহান খান, জন অ্যাব্রাহাম, নীল নীতিন মুকেশ ও অদিতি রাও হায়দারি। ছবিটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor