আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাটোরে অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া 20 September 2015 ১৭০

আমাদের কথা ডেস্ক :

নাটোর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন সোহাগকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে শহরের কালুর মোড় এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় সেখানে একটি মসজিদের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক এবং ২১ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়।  নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।