বলিউডের কাপুর সাম্রাজ্যের আদুরে কন্যা বেবো। কারিনা কাপুর নামেই বিশ্বজুড়ে পরিচিত তিনি। আজ ২১ সেপ্টেম্বর তার ৩৫তম জন্মদিন। ক্যারিয়ারে বেশ কিছু আইটেম গানে নেচেছেন। তার বেশিরভাগ ছবিতেই রয়েছে নাচের উপযোগী গান। বলিউডের এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তার অভিনীত জনপ্রিয় ১০টি গানের ভিডিও রইলো এখানে।
১. বেবো ম্যায় বেবো
‘কামবখত ইশক’ (২০০৯) ছবির গানটি গেয়েছেন আলিশা চিনয়। লিখেছেন আনবিতা দত্ত গুপ্তান, সুর ও সংগীত পরিচালনায় আনু মালিক।
২. মেরা নাম মেরি হ্যায়
‘ব্রাদার্স’ (২০১৫) ছবির গানটি গেয়েছেন সুনিধি চৌহান। লিখেছেন জাভেদ আখতার, সুর ও সংগীত পরিচালনায় শঙ্কর-এহসান-লয়।
৩. হালকাত জাওয়ানি
‘হিরোইন’ (২০১২) ছবির গানটি গেয়েছেন সুনিধি চৌহান। লিখেছেন নীরঞ্জন আয়াঙ্গার, সুর ও সংগীত পরিচালনায় সেলিম-সুলেমান।
৪. ইয়ে মেরা দিল
‘ডন: দ্য চেজ বিগিন্স’ (২০০৬) ছবির গানটি গেয়েছেন সুনিধি চৌহান। লিখেছেন জাভেদ আখতার, সুর ও সংগীত পরিচালনায় শঙ্কর-এহসান-লয়।
৫. মুসকানে ঝুটি হ্যায়
‘তালাশ’ (২০১৩) ছবির গানটি গেয়েছেন সুমন শ্রীধর। লিখেছেন জাভেদ আখতার, সুর ও সংগীত পরিচালনায় রাম সাম্পাত।
৬. মারজানি মারজানি
‘বিল্লু বারবার’ (২০০৯) ছবির গানটি গেয়েছেন সুখবিন্দর সিং ও সুনিধি চৌহান। লিখেছেন গুলজার, সুর ও সংগীত প্রীতম চক্রবর্তীর।
৭. ফেভিকল সে
‘দাবাং টু’ (২০১২) ছবির গানটি গেয়েছেন ওয়াজিদ ও মমতা শর্মা। লিখেছেন সাজিদ-ওয়াজিদ ও আশরাফ আলি, সুর ও সংগীত পরিচালনায় সাজিদ-ওয়াজিদ।
৮. ছালিয়া ছালিয়া
‘তাশান’ (২০০৮) ছবির গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও পীযূষ মিশ্র। লিখেছেন জাভেদ আখতার, সুর-সংগীতে বিশাল-শেখর।
৯. ছাম্মাক ছাল্লো
‘রা.ওয়ান’ (২০১১) ছবির গানটি গেয়েছেন অ্যাকন। লিখেছেন বিশাল দাড়লানি ও নীরঞ্জন আয়াঙ্গার। সুর ও সংগীত বিশাল-শেখরের।
১০. ইট’স রকিং
‘কেয়া লাভ স্টোরি হ্যায়’ (২০০৭) ছবির গানটি গেয়েছেন আলিশা চিনয়। লিখেছেন শাব্বির আহমেদ, সুর-সংগীতে প্রীতম চক্রবর্তী।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor