বিজয়নগরে ৪৭ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেফতার ১

২২ সেপ্টেম্বর, ২০১৫ : ৬:৪৬ পূর্বাহ্ণ ৫৩৫

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‌্যাব-১৪ জানায়, গত রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন এলাকা হতে মোঃ কালু মিয়া (৪৫)কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে রবিবার গভীর রাতে জেলার বিজয়নগর উপজেলার ১৪নং কেশবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামস্ত আখাউড়া-চান্দুরা সড়কের উপর গাড়ি তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশুগঞ্জের চরচারতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ নজরুল (২২) ও বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ হোসেন (৩৫) পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করে। র‌্যাব জানায়, গাঁজাগুলো ঢাকা পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা এবং জব্দকৃত গাড়ির মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com