বিনোদন ডেস্ক :
লাল-হলুদ আলোর ঝলকানি। মোশাররফ করিম পায়ের ওপর পা তুলে বসে আছেন বিশালাকৃতির সোফায়। সানগ্লাস চোখে। আশপাশে একদল ছেলেমেয়ে। তারা নেচে বেড়াবে, মোশাররফ করিম পা দোলাবেন, মাথা দোলাবেন। এভাবেই হাজির হচ্ছেন মোশাররফ করিম। মনে হবে, এ বোধহয় সুপার-ডুপার কোনো বাণিজ্যিক ছবির গান! ভ্রু কুঁচকাবে, এমন ছবি আবার কবে করলেন তিনি! কিন্তু না, নাটকেই এভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘ব্যাকআপ আর্টিস্ট’। এতে তার যে চরিত্র, সে অভিনেতা হিসেবে ভালোই। কিন্তু ডাক পড়ে ছোটোখাটো চরিত্রে। অথবা কোনো অভিনেতা শিডিউল ফাঁসিয়ে দিলে। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আইটেম গানে রোবেনা রেজা জুঁইও অংশ নিয়েছেন। পরিচালক জানিয়েছেন, নাটকটি ঈদের তৃতীয় দিন বিকেল ৩টায় বৈশাখী টিভিতে প্রচার হবে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor