আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলাবাসীকে মোকতাদির চৌধুরী এম.পি’র শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া 24 September 2015 ২১১

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নির্বাচনী এলাকার (ব্রাহ্মণবাড়িয়া সদর আসন) জনগণসহ জেলাবাসীকে   আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযহা মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রেরণা যোগায়। তিনি জেলাবাসীকে প্রতিটি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে ঈদ-উল আযহা উদযাপনের জন্য আহবান জানান।