আমাদের কথা ডেস্ক :
সৌদি আরবের মিনায় প“লিত হয়ে মৃত হাজিদের মধ্যে ৫০ জন বাংলাদেশি রয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্র দিয়ে পত্রিকাটি এ খবর জানিয়েছে। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমান এখন হাসপাতালে রয়েছেন। তিনি নিহত বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি নিউ এজকে জানিয়েছেন, এ পর্যন্ত ৫০ জন নিহত বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে। জেদ্দায় বাংলাদেশি কনসল জেনারেল একেএম শাহিদুল করিম এর আগে জানিয়েছিলেন, ‘আমরা প্রতিমুহূর্তের খবর সংগ্রহ করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অসমর্থিত নানা সূত্রের খবরগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’ সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদপিষ্ট হয়ে মারা গেছেন ৪৫৩ জন হাজি। আহত হয়েছেন ৭১৯ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। খবর আল আরাবিয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প“লিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনাটি প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স। মক্কার কাছে মিনায় হজ পালনের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় আল আরাবিয়া পত্রিকা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে সৌদি আরবের উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার হজযাত্রীরা মিনায় হজের অন্যতম আনুষ্ঠানিকতা জামারাহ অর্থাৎ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার সময় ওই প“লিতের ঘটনা ঘটে। মক্কায় অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি ওমর আল-সালেহ জানান, ”নিহত হজযাত্রীদের সংখ্যাটা প্রাথমিক। সৌদি সিভিল ডিফেন্সের পরিচালকের দপ্তর থেকে প্রাথমিকভাবে এই সংখ্যাটি জানানো হয়েছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor