স্টাফ রিপোর্টার :
আখাউড়ায় এক নারী ও এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আনন্দপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও একই উপজেলার রাণীখার গ্রামের বাছির মিয়ার কলেজ পড়–য়া ছেলে রবিউল্লাহ (১৭) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ মঙ্গলবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার আনন্দপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী নাছিমা তার স্বামীর সাথে ঝগড়া করে রাতে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। একই উপজেলার রাণীখার গ্রামের বাছির মিয়ার কলেজ পড়–য়া ছেলে রবিউল্লাহ তার বাবা তাকে পড়াশুনা করতে না দেয়ার কারণে রাতে ঘরের তীরের সাথে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমত আরা এমি বলেন, এ দুইটি আত্মহত্যার পৃথক দুইটি অপমৃত্যু মামলা হয়েছে থানায়।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor