নবীনগরে ভাতিজার হাতে চাচীসহ নিহত-২

১ অক্টোবর, ২০১৫ : ৪:১২ অপরাহ্ণ ২৫২

স্টাফ রিপোর্টার :
নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে ০১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভাতিজার হাতে চাচীসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িঘর গ্রামের কাশেম মিয়ার ছেলে আক্তার ও সান্টু মিলে কদর আলীর স্ত্রী তাদের চাচী নিলুফা বেগম (৪৫) কে লাঠি দিয়ে বেধরক পেটালে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। অপরদিকে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার উঃ কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের দু’গ্রুপের সংঘর্ষে মোমিন নামে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় ওই খুনের মামলার প্রধান আসামী মোহন মিয়ার ছেলে আবদুল বাতেন(৩৫) কে ঢাকায় প্রেরণ করা হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। নবীনগর থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com