স্টাফ রিপোর্টার :
“রুপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহরের লোকনাথ দীঘির পাড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আলীম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের, বিসিক শিল্পনগরীর এ.জি.এম আব্দুল অওদুদ, চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ শাহআলম, কমরেড নজরুল ইসলাম প্রমুখ। আলোচনাশেষে উৎপাদনশীলতায় ভূমিকা রাখায় ৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।