আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে বুড়ী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া 28 April 2017

বাংলাদেশ সময় : বিকাল০৩:২৫ , ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার

নবীনগর উপজেলা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়ী নদীর কনিকাডা নৌকাঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং নিশ্চিত করা হয় নিহত ব্যক্তির নাম জামাল মিয়া (৫০) উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বুড়ী নদীতে ডুবে যান জামাল মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও জামালের মরদেহ পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে কনিকাডা নৌকাঘাট এলাকায় জামালের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।