৩০এপ্রিল ২০১৭ রবিবার
নিজস্ব প্রতিবেদক ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেডিয়াম সংলগ্ন উত্তর পশ্চিম কোণায় অবস্থিত ৭ম তলা ভবনের ৬ষ্ঠ তলায় ফ্লাটে ভাড়াটিয়ার বাষা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিম আহমেদ রাকিব ও ঐ ভবনের ভাড়াটিয়া পলাশকে সদর থানা পুলিশের ২নং পলিশ ফাঁড়ির টিএসআই রুবেল ফরাজি গোপন সংবাদের ভিত্তিতে একদল পলিশ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে টিএসআই রুবেল ফরাজির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে আমি এখন কিছুই বলতে পারব না। আমার ফাঁড়ির ওসি স্যার সব জানেন।
এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। কিন্তু আমাদের প্রতিবেদক জানান দুজনেই থানা হাজতে রয়েছে।