আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া 4 May 2017 ১৩

৪ঠা মে, ২০১৭ বৃহস্পতিবার

নবীনগর প্রতিবেদক ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে লামিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির লোকজনের অগোচরে লামিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। এসময় হঠাৎ সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় লামিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. সৈয়দ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।