আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আইজিপি আসবেন সাংবাদিকদের দাওয়াত নেই ক্ষুব্দ প্রতিক্রিয়া

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া 6 May 2017 ২৯

০৬ মে, ২০১৭ শনিবার

 

স্টাফ রিপোর্ট ঃ বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ব্রাহ্মণবাড়িয়ায় আজ আসছেন। তিনি আজ বিকেলে পুলিশ লাইনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। তাঁর আসা উপলক্ষে জেলা পুলিশ ব্যপক কর্মসূচি গ্রহণ করেছে। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান (পিপিএম, বার) সাংবাদিকদেরকে নামে মাত্র দাওয়াতপত্র দিয়েছেন। অনেক সাংবাদিকই দাওয়াতপত্র পায়নি। এ ব্যাপারে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দাওয়াতপত্র দেয়ার দায়িত্ব হচ্ছে এসবি, ডিএসবির। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও জাতীয় পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রবীর চৌধুরী রিপন বলেন, এসপি সাহেব তিনি শুধু গুটি কয়েক সাংবাদিককে দাওয়াত দিয়েছেন যারা তাঁর বিভিন্ন সময় তলকীবাহক হিসেবে কাজ করে। এদিকে সাংবাদিক নাজিমউল্লাহ নাজু বলেন, এসপি শুধু তাঁর পকেটের কিছু সাংবাদিককে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকেন। আমরা কোন দাওয়াতই পাইনা।