আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভ

বিনোদন 11 May 2017 ২৮

বিনোদন ডেস্ক ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কোন সিনেমার দৃশ্যে নয়, মঞ্চে শুভকে দেখা যাবে বঙ্গবন্ধুর চরিত্রে। বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে্‌ অস্ট্রেলিয়ার সিডনিতে ‘আমি তোমার পিতা’ শিরোনামের নাটকটির মঞ্চায়ন হবে শনিবার(১৩ মে)।

পথ প্রোডাকশনের পরিচালনায় নাটকটিতে শুভ’র সাথে অভিনয় করবেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়ন হবে নাটকটি।

এ উপলক্ষে গত ৩মে অস্ট্রেলিয়া গিয়েছেন আরিফিন শুভ। সেখানে গিয়ে নাটকটির মহড়াতেও অংশ নিয়েছেন তিনি। শুভ বলেন, ‘এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এত বড় একজন নেতার ভূমিকায় অভিনয় করতে পারব। আমার জীবনের সেরা ঘটনার একটি এটি।’

শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরেকি’ ছবিতে সর্বশেষ পর্দায় দেখা গেছে শুভকে। তার হাতে রয়েছে আরো বেশ কিছু ছবি। চলতি মাসে শুরু করছেন যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ওলট পালট’।