আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

খাদ্যমন্ত্রীর সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডা

জাতীয় 18 May 2017

বিভাগের কর্মকর্তা ও মিল মালিকদের সাথে বৈঠক করা নিয়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডা হয়েছে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন হয়।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত সভা শুরু হয়। সভার শুরুতেই সাংবাদিকদের নিয়ে আলাদা করে কথা বলার অজুহাতে সাংবাদিকদের বের করে দেওয়া হয়। পরে তাদের সভাস্থলে ডেকে আনা হলে বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয় সংবাদ কর্মীদের।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক বলেন, ‘খাদ্য বিভাগের সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়া ঠিক হয়নি। এই কারণে আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘বাক-বিতণ্ডা নয়-সংবাদকর্মীদের সাথে মন্ত্রীর ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তা ঠিক হয়ে যায়।’

এ সময় সংরক্ষিত মহিলা আসন-১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী উপস্থিত ছিলেন।