আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সারাদেশ 23 May 2017 ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্রসহ লোকমান হোসেন (৩৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ডাকিতি প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত লোকমান হোসেন দুর্গাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত দুর্গাপুর বাজার সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থল পৌঁছালে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও লোকমানকে গ্রেফতার করা হয়। তার কাছে একটি দেশীয় পাইপগান পাওয়া যায়।