নাসিরনগর প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিত্না গ্রাম থেকে এক কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর পিতা মো. মুক্তার হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। জানা গেছে ওই ছাত্রীর বিড়ি গোকর্ণ ই্উনিয়নের নূরপুর গ্রামে। ছোট বেলা তার মা মারা যাওয়ার পর থেকেই সে তার নানার বাড়ি চিত্না থেকে নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ে পড়াশুনা করত। সে এ বছর নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচ, এস, সি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। থানার মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে কলেজ ছাত্রী ঘর থেকে বের হলে পূর্ব থেকে উৎ পেতে বসে থাকা প্রতিবেশী যুবক এমদাদুল হোসেন (রিপন) সঙ্গীয় লোকজন নিয়ে তার মুখে কাপড় বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীর নানা জানায় এমদাদুল হোসেনের পরিবারের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক শত্রুতা ও মামলা মোকদ্দমা চলে আসছে। এমদাদুল ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত। কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে। মেয়ের পক্ষ ওই বিয়েতে রাজী না হওয়ায় পূর্ব শত্রুতা ও আক্রোশ মেটাতে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবী করছে বাদী। মেয়েটিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা না করলে তাকে ধর্ষণ শেষে খুন বা গুম করে ফেলতে পারে বলে এমন ধারণা পোষণ করছে ওই ছাত্রীর পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানা পুলিশের এস,আই মো. মিজানুর রহমান মামলার সত্যতা স্বীকার করেছেন।