নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে। ১৩ই জুলাই ভোট গ্রহণ করা হবে বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। ৪ জুন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে ১২ জুন মনোনয়নপত্র দাখিল, ১৪ জুন যাচাই বাচাই, ২১ জুন প্রত্যাহার ও ১৩ ই জুলাই নির্বাচন। জানা গেছে ওই তারিখে একই দিনে একই সময়ে এক যোগে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের, ধরমণ্ডল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের, কুণ্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য অপরদিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নবীনগর কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।