আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

যেমন ছিলেন ছোট মোশাররফ করিম

বিনোদন 8 June 2017

এই সময়ে টিভি মিডিয়ার শক্তিশালী ও অন্যতম আলোচিত অভিনেতা মোশাররফ করিম। বিভিন্ন ধরনের মজার সব চরিত্রে অভিনয় করে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। তার অনেক নাটক তুমুল জনপ্রিয়।

সম্প্রতি তার ছোটবেলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজে প্রকাশ হলে তা ভাইরাল হয়ে পড়ে। সেখানে একটার পর একটা কমেন্ট পড়দে থাকে। তাতেই বোঝা যায় তার জনপ্রিয়তার পারদ কতটা।

ছবিটিতে বিভিন্ন কমেন্ট করে প্রিয় অভিনেতার প্রতি ভালবাসা প্রকাশ করছে মোশাররফ ভক্তরা। কেউ বলছেন তিনি ঠোটবেলা থেকেই একই রকম। কেউ বলছেন ফানি। আবার কেউ নেগেটিভ কথা বলেও মজা করছেন সেখানে।

ছবিতে দেখা যায়, ১০/১২ বছরের মোশাররফ করিম ফুল হাতা শার্ট পড়ে চোখ বড় বড় করে তাকিয়ে স্টুডিওতে পোজ দিয়েছেন। তার চেহারায় কোন ধরনের অভিব্যক্তি প্রকাশ করছে না। মনে হয় যেন ভয় পেয়েছেন।

অসাধারণ অভিনয় ও আঞ্চলিক ভাষার দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে আলাদা স্থান করে দিয়েছে মোশাররফ করিমকে। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক পর্বের নাটক, ধারাবাহিক ও মেগা ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা।

মোশাররফ প্রায় ৫০০ নাটক ১০০ ধারাবাহিক ও সাত আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অনেক পুরস্কারেও ভূষিত হয়েছেন।