আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় মসজিদে ঢুকে কয়েকজনকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া 15 June 2017

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের পূর্ববিরোধের জের ধরে মসজিদে ঢুকে বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আরো অন্তত ১০ জন আহত হয়।

পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বুল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলী আকবর (৫০), বাছির মিয়া (৩৫), জয়দুল হোসেন (৪০), আব্দুল জলিল (৫৫), আক্তার হোসেন (৩০), আহাম্মদ আলী ভূইয়া (৪৮), সাদেক মিয়া (২৮) ও হালিমা বেগমকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া জিয়াউল হক রিপন (২৩), জমির আলী (৫৫), তাজুল ইসলাম (৫৫), তারু মিয়া (৫৫), অন্তর মিয়া (২৫), রত্না বেগম (৪০), তাহমিনা (২০) ও জিয়াসমিন আক্তার (২৩) নামের কয়েকজন আহত হন। পুলিশ নোয়ামুড়া গ্রামের মো. আলমগীর (৪৫), সিদ্দিক মিয়া (৩৫) ও পেরা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমিসংক্রান্ত বিষয়ে বুল্লাবাড়ি গ্রামের আজিজুল হকের সঙ্গে গোপীনাথপুর গ্রামের রিজিক মিয়ার বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলাও হয়। আখাউড়ার কর্মমঠ এলাকার ওই জায়গা মাপজোখ করতে গত মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট ভূমি অফিসের লোকজন আসে। এ সময় অনেকেই আজিজুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এরই জের ধরে সাক্ষ্য দেওয়া লোকজনসহ অন্যদের ওপর হামলা হয়। বুল্লাবাড়ির মসজিদে নামাজ পড়া অবস্থায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এ মান্নান বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় এক পক্ষের ওপর হামলা হয়। বিষয়টি খুবই নিন্দনীয়। হামলার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ’

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।