আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

গুম-খুনের শিকার পরিবারকে বিএনপির ঈদ উপহার

জাতীয় 23 June 2017 ২১

সরকারবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে বিএনপি। ক্ষতিগ্রস্ত এসব নেতাকর্মীর পরিবার আর স্বজনদের জন্য ঈদ উপহার পৌঁছে দিচ্ছে দলটি।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও লন্ডনে চিকিৎসাধীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা পর্যায়ের নেতারা গত ২৪ জুন থেকে এসব পরিবারের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা কার্ডসহ উপহার সমাগ্রী পৌঁছে দিচ্ছেন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জায়নামাজ, তাসবিহ, আতর আর ঈদের জন্য বিস্কুট, সেমাই, দুধ, চিনি আর চকলেট। সারাদেশের দুই শতাধিক নিহত-গুম নেতাকর্মীর পরিবারের জন্য এসব উপহার সামগ্রী পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতবছরের মতো এবারও ইফতার করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ এবং ২০১৫ সালের সরকারবিরোধী আন্দোলনে যে সব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে সহায়তা দিচ্ছে জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন।

দলের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এসব পরিবারের স্বজনরা দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুরান ঢাকার গুম হওয়া ছাত্রদলের একজন নেতার স্বজন ঈদ শুভেচ্ছা পাওয়ার কথা জানিয়ে ঢাকাটাইমসকে বলেন, ‘দলের এই উদ্যোগে আমরা অনেক কষ্টের মাঝেও আনন্দিত। প্রমাণ হলো বিএনপি আমাদেরকে ভুলে নাই।’

ময়মনসিংহে নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার দেয়ার পর স্বেচ্ছাসেবক দল নেতা আখতারুজ্জামান বাচ্চু ঢাকাটাইমসকে বলেন, ‘চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে এই উপহার আমরা পৌঁছে দিচ্ছি। গুম-খুনের শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের পাশে দল আছে এবং থাকবে এই প্রতিশ্রুতিও দিয়ে আসছি। কষ্টের মাঝেও তারা একটু আনন্দ পাচ্ছে।’