আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঙালি জাতি অস্থির, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় 23 June 2017 ৩২

বাংলাদেশের মানুষকে অস্থির চিত্তের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সে জন্য উন্নয়নের জন্য তারা একটি সরকারকে পাঁচ বছরও সময় দিতে চায় না।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দীর্ঘ সময় একটি সরকার থাকায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া দ্রুত উন্নতি করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর কীভাবে এগিয়ে গেছে, সব ইতিহাস জানি আমরা। সবাই এখানে দেখছি। কেন? ২৫ বছর সময় দিয়েছে একটা লোককে, লি কুয়ানকে। সিঙ্গাপুরের জনগণ ভোট দিয়ে সময় দিয়েছে মাননীয় স্পিকার। মালয়েশিয়াকে দিয়েছে ২২ বছর, একটা নেতাকে। ভারতেও ছিল। অনেক দেশে দিয়েছে মাননীয় স্পিকার। কিন্তু আমার বাংলাদেশ দুর্ভাগ্যের দেশ। অস্থির বাঙালি মাননীয় স্পিকার। পাঁচ বছর গেলে অস্থির হয়ে যাই। পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? চালের দামের জন্য পরিবর্তন করতে হবে। একটা সামান্য ঘটনার জন্য পরিবর্তন করতে হবে। অস্থির বাঙালি জাতি আমরা মাননীয় স্পিকার।’