আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ০৩ ডাকাত, ০১ ছিনতাইকারী এবং ০১ চোর গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া 23 June 2017

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এএসআই/শামীম আল মামুন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২১/০৬/১৭ইং তারিখ রাতে ২৩.১৫ ঘটিকার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থানার মামলা নং-৫১(০৬)১৭, ধারা-৩৯৯/৪০২ পিসি এর সন্দিগ্ধ আসামী কুখ্যাত ডাকাত

১। দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০), পিতা-নুরু মিয়া, ২। পারভেজ (২০), পিতা-ওয়াসিম, ৩। গিয়াস উদ্দিন (২০), পিতা-খন্দকার সারোয়ার উদ্দিন, সর্ব সাং-কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে কাজীপাড়া দরগা মহল্লা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ডাকাত দেলোয়ার হোসেন ওরফে দিলু মিয়ার বিরুদ্ধে জিআর-৭৩৭/১৩ অত্র থানায় মূলতবী আছে।

এছাড়াও ২নং শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর/মৃনাল দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী আবির, পিতা-মৃত হাকিম, সাং-কাজীপাড়া দরগা মহল্লা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-১৪৫৭/১২, বিশেষ ট্রাইঃ ৭৭/১৩, জিআর-১১৭০/১১, জিআর-৭৩/১৩, সিজেএম-২৯৩/১৪ মূলে টিএরোড থেকে গ্রেফতার করে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই/সফিকুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত চোর তুহিনুর রহমান (১৯), পিতা-মৃত মাসুদুর রহমান, সাং-নারায়নপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন মধ্যপাড়া শান্তিবাগ এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখিত গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত আছে।