বিডিমর্নিং ডেস্ক-
শুক্রবার দিনগত রাতে পালিত হয়েছে পবিত্র শবেকদর । ওইদিন সন্ধ্যা ইফতারি রোজাদারদের সঙ্গে চরম রসিকতায় মেতে ওঠে। ২৬ তম রোজায় ইসলামি ফাউন্ডেশনের নির্ধারিত ইফতারির সময় ৬টা ৫২মিনিটির পরিবর্তে ৬টা ৪৪ আযান প্রচার করে!
এর আগেও ৩ জুন বিটিভি ইফতারের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাগরেবের আযান প্রচার করে ধর্মীয় অনুভুতিতে আঘাতকরে সমালোচিত হয়েছিল। রাস্ট্রীয় গণনমাধ্যমে এত বড় ভুল দ্বিতীয় বার হয় কি করে?
এরকম ভুল হওয়ার পর অবশ্যই ভুল সংশোধন করে সঠিক সময়ে আবার আযান দেওয়া উচিত ছিল। কারণ রমজান মাসে মাগরিবের আযান শুধু নামাজের জন্য আহ্বানই নয়, ইফতারের সময়ও বটে।
এরকম দায়িত্বে অবহেলা কারণ কি? আর কতবার বিটিভি এমন ভীতি প্রদর্শন করবে।