আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এবার ঈদে টানা ২৪ দিনের লম্বা ছুটি সৌদি আরবে

আন্তর্জাতিক 24 June 2017
আসন্ন পবিত্র মাহে রমজানের ঈদে সৌদি আরবে এক সপ্তাহ বাড়িয়ে টানা ২৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায়।

যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্মদ বিন সালমানকে রাজতন্ত্রের উত্তরসূরি মনোনীত করার পরই এ ঘোষণা আসে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ বিশেষ ছুটি দিয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে সৌদিতে ঈদের ছুটি ছিল ১৭ দিন। এ ছুটি সাধারণত ২০ রমজানে শুরু হয়। স্থানীয় সময় অনুযায়ী ১৫ জুলাই শুরু হয়ে এ ছুটি ২ জুলাই শেষ হওয়ার কথা। কিন্তু এক সপ্তাহ বৃদ্ধির ফলে তা শেষ হবে ৯ জুলাই।