আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়

জাতীয় 25 June 2017

গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে এ সেতুর সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড গড়ে উঠে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে ঈদ যাত্রার ছোট-বড় বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭টি যানবাহন পারাপার হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।

তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানজট নেই। মহাসড়ক প্রায় ফাঁকা। যানজট নিরসনে ৮ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন।

এর আগে গত বছর ২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায় হয়।