আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে আ.লীগ নেতার ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়া 27 June 2017 ১৮

নিজস্ব প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে অপু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের পৈরতলা সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক অপু জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে পৈরতলা সেতুর কাছে এক নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা অপুকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কথা’কে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।