আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

তিতাস নদীতে সেতুমন্ত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

জাতীয় 20 July 2017

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এদেশের জনগণ লন্ডন ভিত্তিক সহয়াক সরকার মেনে নেবে না। তিনি আগামী নির্বাচন সংবিধান অনুয়ায়ী আওয়ামীলীগের অধিনে হবে বলে জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সংম্মেলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তব্য রাখেন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহবুবুল আলম হানিফ আগামী নির্বাচনে বিএনপিকে আশার আহবান জানান। তিনি বলেন আমরা কাউকে আদালতের বারান্দায় রেখে নির্বাচন করতে চাই না। এই দিকে সভাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খণ্ড খণ্ড মিছিল আসতে দেখা গেছে। এর আগে সকালে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিতব্য দ্বিতীয় সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। ৬৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২২০ মিটার লম্বা এই সেতু সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। দেড় বছরের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন এই সেতুর কাজ শেষ হলে রাজধানী ঢাকার সঙ্গে বৃহত্তর সিলেট ও বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ আরো সহজ হবে। কমে আসবে যানজট। পুরোনো সেতুটির পাশেই এই সেতু নির্মিত হচ্ছে।