
সোমবার (১২ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাথে এক আলোচনা অনুষ্ঠানে হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড:গোবিন্দ চন্দ্র প্রামানিক তার বক্তৃতায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে বিএনপি এর কাছে প্রধান ৩টি দাবি জানায়,
১. হিন্দু সম্প্রদায়ের জন্য সংসদে ৫০ টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যাবস্থা করা।
২.সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন করা ।
৩.সংখ্যালঘু কমিশন গঠন ।
নির্বাহি সভাপতি অ্যাড:দীনবন্ধু রায় বলেন নির্বাচনী ইস্তিহারে হিন্দুদের নিরাপত্তার কথাগুলি স্পস্ট ভাবে প্রকাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।
আরো উপস্থিত ছিলেন বিজয় ভট্রাচার্জ,তপন কুমার হাওলাদার ,শুশীল মিত্র ,সমিরন বড়াল,উজ্জল মন্ডল,শ্যামল ঘোশ,গোপাল পাল,বিজন সানা,নিউটন পন্ডিত, সাজেন কৃষ্ণ বল,হরেকৃষ্ণ বারুরী,জীবন রায়,তপু কুন্ড প্রমূখ।