আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের নৈতিক দাবিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব।

জাতীয় 13 November 2018 ৫৪৫

সোমবার (১২ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাথে এক আলোচনা অনুষ্ঠানে হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড:গোবিন্দ চন্দ্র প্রামানিক তার বক্তৃতায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে বিএনপি এর কাছে প্রধান ৩টি দাবি জানায়,

১. হিন্দু সম্প্রদায়ের জন্য সংসদে ৫০ টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যাবস্থা করা।

২.সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন করা ।

৩.সংখ্যালঘু কমিশন গঠন ।

নির্বাহি সভাপতি অ্যাড:দীনবন্ধু রায় বলেন নির্বাচনী ইস্তিহারে হিন্দুদের নিরাপত্তার কথাগুলি স্পস্ট ভাবে প্রকাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

হিন্দু সম্প্রদায়কে বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সব সময় আপনাদের (হিন্দু সম্প্রদায়) সঙ্গে আছি। আপদে-বিপদে, সুখে-দুঃখে থাকবো। আমাদের ওপর আস্থা রাখুন।’তিনি এ আহ্বান জানান।

বিএনপি সরকার গঠন করতে পারলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন ,সংখ্যালঘু কমিশন গঠন করা হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ‘নৈতিক’ দাবিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সংগঠনের নেতা বিজন কান্তি সরকার, নৃপেশ রঞ্জন সরকার, ড. সোনালী রানী দাস, ডা. এমকে রায়, অ্যাডভোকেট বিধান দিশারী গুস্বামী, সুব্রত কুমার দাস, প্রতিভা বাচী, প্রশান্ত হালদার, সন্তোষ কুমার মাহাতু, উত্তম কুমার দাস, রিপন দে ।

 

আরো উপস্থিত ছিলেন বিজয় ভট্রাচার্জ,তপন কুমার হাওলাদার ,শুশীল মিত্র ,সমিরন বড়াল,উজ্জল মন্ডল,শ্যামল ঘোশ,গোপাল পাল,বিজন সানা,নিউটন পন্ডিত, সাজেন কৃষ্ণ বল,হরেকৃষ্ণ বারুরী,জীবন রায়,তপু কুন্ড প্রমূখ।