
//
গণফোরামে যোগ দিয়েছেন দেশের ১০ জন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগদান করেন।
বিষয়টি জকে নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে যোগদানকৃত ১০ জনের নাম এবং তাদের সম্পর্কে বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।’
জানা গেছে, যোগদানকারী ১০ সাব্কে সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহীদুল্লাহ। বাকিদের নাম এখনও জানা যায়নি।
যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিকসহ গণফোরামের নেতারা।
এর আগে রোববার ধানের শীষ প্রতীকে ভোটে লড়াই আগ্রহ প্রকাশ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য গণফোরামে যোগ দেন আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়া।