ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে ৫২ জন

১৯ নভেম্বর, ২০১৮ : ১০:২৮ পূর্বাহ্ণ ৫৩৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্ভাব্য প্রার্থীরা। তাই দল থেকে মনোনয়ন ফরম ছাড়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় নির্বাচনী আসনের ৫২ জন মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সর্বাধিক ১৬জন এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

একক প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ১০ জন প্রার্থী। তারা হলেন–-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ড. আজিজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এস.এন তরুন দে, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন শিপন ও বিএনপি নেতা জাবেদ আল হাসান স্বাধীন।

 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন। তারা হলেন– বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক ছাত্রদল নেতা ড. তৌফিকুল ইসলাম মিথিল ও অ্যাডভোকেট মিনারা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন। তারা হলেন- সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন,

কেন্দ্রীয় কৃষকদল নেতা নাসির উদ্দিন হাজারী, কেন্দ্রীয় বিএনপি নেতা শাকিল ওয়াহেদ সুমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা নাসরুল্লাহ খাঁন জুনায়েদ, কানাডা প্রবাসী বিএনপি নেতা ক্যাপ্টেন (অবঃ) মারুফুর রহমান রাজু ও আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মামুনুর রশিদ মোহন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন। তারা হলেন–-কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক তকদির হোসেন মোঃ জসিম, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, নবীনগর পৌরসভার মেয়র মাইন উদ্দিন, প্রয়াত সাবেক সাংসদ কাজি আনোয়ার হোসেনে ছেলে কাজি নাজমুল হোসেন তাপস, , কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাঈদুল হক সাঈদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, উপজেলা মহিলা দলে সাধারণ সম্পাদক প্রফেসর নাইলা, বিএনপি নেতা ফারুক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আলী আজ্জম জালাল, বিএনপি নেত্রী মোছেনা বেগম, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের জেলার সহ সভাপতি জহিরুল ইসলাম খান, শহীদ জিয়া আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার ।

ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন। তারা হলেন–-সাবেক সাংসদ ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম খোকন, মেজর (অবঃ) সাঈদুর রহমান সাঈদ, মোস্তাফিজুর রহমান,বোরহান উদ্দিন, হারেস মিয়া, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দফতর সম্পাদক মোঃ সারওয়ার হোসেন, উপজেলা বিএনপি সিনিয়ার সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, গত উপজেলা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী মাহাবুব হাসান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক শহিদ ও দেওয়ান স্বপন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন বলেন, ‘নির্বাচনে একটি বড় দলে অনেকেই প্রার্থী হতে পারেন। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন পত্র দিবে, তার পক্ষেই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com