
নিজস্ব প্রতিবেদক//
কফি ও মিষ্টান্ন খাবার তৈরিতে মেয়াদোত্তীর্ণ তরল দুধ ব্যবহার করায় খিলগাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আপন কফি হাউজ’কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। একই দিন খিলগাঁওয়ের সুমন বাবু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এখান থেকে প্রচুর পরিমাণ ব্যবহার অযোগ্য পোড়া মবিল এবং পামওয়েল উদ্ধার করা হয়।
এছাড়া কোনো ধরনের স্যানিটেশন পদ্ধতি অনুসরণ না করেই বিস্কুট, চানাচুর, পাউরুটিসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি করছে প্রতিষ্ঠানটি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় সার্বিক সহযোগিতা করে খিলগাঁও থানা পুলিশ।