প্রতিবেদক// বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় পিলখানায় বিজিবি সদর দফতরের প্রশিক্ষণ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। জানাজা শেষে বিজিবির ব্যবস্থাপনায় ফজিলাতুন্নেসার মরদেহ নড়াইলে তার নিজ গ্রামে দাফনের জন্য পাঠানো হয়। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদের স্ত্রী। গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিএমএইচে নেয়া হয়।"/>
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় পিলখানায় বিজিবি সদর দফতরের প্রশিক্ষণ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। জানাজা শেষে বিজিবির ব্যবস্থাপনায় ফজিলাতুন্নেসার মরদেহ নড়াইলে তার নিজ গ্রামে দাফনের জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদের স্ত্রী।
গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিএমএইচে নেয়া হয়।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor