আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মহাকাশে মিলল নতুন সূর্যের সন্ধান ।

সারাদেশ 22 November 2018 ৭২৭

সম্প্রতি নতুন এক নক্ষত্রের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। সেটি বাইরে থেকে দেখতে অবিকল সূর্যের মত। এছাড়াও সূর্যের সঙ্গে মিলে রয়েছে আরো অনেক বিষয়ে। বয়স একই না হলেও বাহ্যিক মিলের কারণে বিজ্ঞানীরা সূর্যের যমজ বলে উল্লেখ করেছেন নতুন নক্ষত্রটিকে।

বিজ্ঞানীদের দাবি, প্রায় ৪৬০ কোটি বছর আগে সূর্যের যেভাবে সৃষ্টি হয়েছিল, নতুন আবিষ্কৃত হওয়া নক্ষত্রেরও উৎপত্তি ঠিক সেভাবে।

সূর্যের মত অবিকল দেখতে নতুন নক্ষত্রটির নাম রাখা হয়েছে ‘এইচডি ১৮৬৩০২’।

বিজ্ঞানীদের দাবি, নতুন নক্ষত্রটি ভবিষ্যৎ গবেষণার অনেক কাজে দিবে। এছাড়া অনেক অজানা কৌতূহল ও প্রশ্নের উত্তর জানা যাবে।

বিজ্ঞানীদের একজন জানায়, আনুমানিক ৪৬০ কোটি বছর আগে সূর্যের ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল তার উত্তর মিলবে নতুন এ নক্ষত্রের মাধ্যমে। তথ্য সূত্র: ডেইলি মেইল/ ইন শর্টস।