নিজস্ব প্রতিবেদক//
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মঈন উদ্দিনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবিতে ঢাক-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে আশুগঞ্জ গোল চত্বরে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও মঈনের সমর্থকরা। এ কারণে প্রায় এক ঘণ্টা জাতীয় এ মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়াদেই সরাইল-আশুগঞ্জ আসনে দলীয় প্রার্থীর বদলে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। রোববার আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও সরাইল-আশুগঞ্জ আসনটি ফাঁকা রাখে।
ধারণা করা হচ্ছে, এবারও এ আসনে মহাজোট থেকে মৃধা অথবা তার জামাতা রেজাউল ইসলাম ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হবে। এর ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অথচ এ আসনে আওয়ামী লীগ থেকে ১৯ জন দলের মনোনয়ন ফরম কেনেন।
পরে সোমবার বিকেল তিনটার দিকে আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মী ও মঈন উদ্দিনের সমর্থকরা। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আবু রেজভী আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম, কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ আহমেদ রনিসহ অন্যান্যরা অংশ নেন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor