স্কুলটিতে অভিযান পরিচালনার আগে ইসরায়েলী বাহিনী কোন ধরনের অগ্রীম সংকেত প্রদান করেনি বলেও অভিযোগ করেন তিনি। খবর আনাদলু এজেন্সি’র
তিনি আরো বলেন, স্কুলটিতে প্রায় ৫০টি ফিলিস্তিনি শিশু পড়াশোনা করতো। মাসখানেক বন্ধ থাকার পর চলতি সপ্তাহের শেষ দিকেই স্কুলটি আবার খোলার কথা ছিল। স্কুল গুঁড়িয়ে দেয়ার ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।
জাবৌরি জানান, স্কুলটি পশ্চিম তীরের ‘এরিয়া-সি’ অঞ্চলের সুবিধাবঞ্চিত ফিলিস্তিনি শিশুদের শিক্ষাদানের জন্য পরিচালনা করে আসছিলো ফিলিস্তিনির শিক্ষা মন্ত্রণালয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ স্কুলটি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় কোনো মন্তব্য করেনি।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor